মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামি ডাকাত ইব্রাহিম মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কালেঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকালে গোপন সংবাদ পায় যে, ডাকাত ইব্রাহিম চট্টগ্রাম পালিয়ে যাচ্ছে। তাকে ধরতে পুলিশ পথে ব্যারিকেড দিয়ে রাখে। কালেঙ্গা বাজার এলাকায় গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ডাকাত ইব্রাহিম রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে ডাকাত হিসেবে পরিচিত। দীর্ঘদিন থেকে সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত ৫ এপ্রিল রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য আওয়ামী লীগ নেতা আলতা মিয়াকে (৫৫) মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a reply