বিশ্বে ২৪ ঘন্টায় দ্বিতীয় দিনের মতো প্রায় তিন হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে; শনাক্ত লাখেরও বেশি। এতে মোট প্রাণহানি চার লাখ আট হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ৭২ লাখের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১৫ দিন পর আবারও ৫শ’র ঘরে নামলো মৃত্যুহার। সবমিলিয়ে দেশটিতে মারা গেছে এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ। সংক্রমিত সোয়া ২০ লাখের বেশি। বর্তমান হটস্পট ব্রাজিলে সাত লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা। একদিনে ৮শ ১৩ জনের মারা গেছে লাতিন দেশটিতে।
এদিকে, লকডাউনের আগের মৃত্যুহারে ফিরে গেছে ব্রিটেন। ২২ মার্চের পর গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হলো। অন্যদিকে, করোনার বিস্তার নিয়ন্ত্রণে না এলেও আজ থেকে পুরোপুরি লকডাউন প্রত্যাহার করতে যাচ্ছে রাশিয়া।
আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে প্রাণঘাতী মহামারি- এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেননা ইউরোপে কোভিড নাইনটিন নিয়ন্ত্রণে এলেও গেলো দু’মাসে ৭৫ শতাংশ মৃত্যুই হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায়।
Leave a reply