পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হচ্ছে আজ

|

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হচ্ছে আজ

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হচ্ছে আজ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৫ ও ২৬ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যানটি। ৩১তম এই স্প্যানটি বসানো হলে জাজিরা প্রান্তে এক সাথে টানা ২৯টি স্প্যান বসবে। এর ফলে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৈর্ঘ্য। এছাড়াও মাওয়া প্রান্তে আরও দুটি স্প্যান বিচ্ছিন্নভাবে বসানো হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরার উদ্দেশ্যে স্প্যান নিয়ে ভাসমান ক্রেনটি রওনা দেয়ার কথা রয়েছে। মাওয়া-কাঁঠালবাড়ি নৌ চ্যানেল বরাবর বসবে স্প্যানটি।

এছাড়া ঝুঁকি এড়াতে বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিসি।

এদিকে ৩১তম স্প্যানটি ১৮ জুন বসানোর কথা থাকলেও পরবর্তীতে ১১ জুন এগিয়ে নিয়ে আসে সেতু কর্তৃপক্ষ। কিন্তু ১১ তারিখে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত থাকায় আরও একদিন এগিয়ে এনে আজকের দিনটি নির্ধারণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply