অ্যাপল ওয়াচ গ্রাহকের জীবন বাঁচিয়েছে এমন অনেক ঘটনা আগেও অনেকবার শোনা গেছে। এবার জরুরি সেবা ডেকে নিজের জীবন বাঁচানোর কৃতিত্ব অ্যাপল ওয়াচকে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক বাসিন্দা।
সম্প্রতি জরুরি সেবা ৯১১-এর একটি কল পায় অ্যারিজোনা অঙ্গরাজ্যে চ্যান্ডলার পুলিশ বিভাগ। ওই কলে কোনো মানুষ সেবা চাননি বরং একটি কম্পিউটার ভয়েস জানায়, অ্যাপল ওয়াচের মালিক নিচে পড়ে গেছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। ওই বার্তার সঙ্গে জরুরি সেবা কেন্দ্রকে গ্রাহকের সঠিক অবস্থান জানিয়ে দেয় অ্যাপল ওয়াচ। এতেই জীবন বেঁচে যায় ওই ব্যক্তির।
ওয়াচ সিরিজ ৪-এ প্রথম ‘ফল ডিটেকশন’ ফিচার আনে অ্যাপল। গ্রাহক যদি আছড়ে পড়েন এবং ৬০ সেকেন্ডের মধ্যে সাড়া না দেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবার সহায়তা চায় ফিচারটি।
Leave a reply