প্রথম বাংলাদেশী হিসেবে রাজ্জাকের ৫০০ উইকেটের মাইলফলক

|

প্রথম বাংলাদেশী বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে ওয়াল্টন সেন্ট্রাল জোনের বিপক্ষে এই কীর্তি গড়েছেন সাবেক জাতীয় দলের এই স্পিনার।

দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে সবটুকু নজর ছিলো জাতীয় দলে ব্রাত্য আব্দুর রাজ্জাককে ঘিরে। প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ১ উইকেট দূরে ছিলেন এই ক্রিকেটার। আগের দিন বল হাতে উইকেটশূন্য থাকলেও তৃতীয় দিনের বিকেলে ৯৩ রান করা সেন্ট্রালের সাদমান ইসলামকে ফিরিয়ে স্পর্শ করেন সেই মাইলফলক।

১১৩ তম প্রথম শ্রেণির ক্রিকেটে এসে শিকার করলেন ৫০০ উইকেট। তার পরেই আছেন আরেক বাহাতি এনামুল হক জুনিয়র। ১১২ ম্যাচে তার শিকার ৪৩৮ উইকেট। ২০১৪ সালের পর জাতীয় দলের বাইরে থাকলেও উজ্জ্বল পারফরম্যান্সেই স্বপ্ন দেখেন আরেকবার জাতীয় দলে ফেরার।

এই বয়সেও যে ক্রিকেট উপেভোগ করছেন পরিসংখ্যানই তার বড় প্রমাণ। গত পাঁচ মৌসুমে আড়াইশ উইকেট জমা করেছেন নিজের ঝুঁলিতে।

বিসিএলের গত আসরেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ৬ ম্যাচে করেন ৩৮ উইকেট শিকার। এবারের শুরুটাও দুর্দান্ত। প্রথম রাউন্ডে তুলে নিয়েছেন ৯ উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply