ফ্র্যাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে তাদের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় শুরু থেকে দাপট ছিলো বায়ার্নের। ম্যাচের ১৪ মিনিটে থমাস মুলারের ক্রস থেকে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন ইভান পেরিসিচ। প্রথমার্ধে ঐ এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাভারিয়ানরা।
অবশ্য দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে ফ্র্যাঙ্কফুর্ট। ৬৯ মিনিটে ড্যানি ডি কস্টার গোলে ম্যাচে সমতা ফেরায় সফরকারীরা। ৭৪ মিনিটে বায়ার্নের জয় সূচক গোলটি করেন লেভানডভস্কি। প্রথমে অফ সাইডের কারণে সেই গোল বাতিল করলেও পরে ভিএআর সিদ্ধান্তে গোল পায় বায়ার্ন মিউনিখ। যা মৌসুমে ক্লাবের হয়ে এই পোলিশ স্ট্রাইকারের ৪৬তম গোল।
চার জুলাই বার্লিনে অনুষ্ঠিত হবে জার্মান কাপের ফাইনাল।
Leave a reply