করোনা সংকটেও কর্মব্যস্ত মোংলা বন্দর

|

মোংলা বন্দর। ফাইল ছবি

করোনা সংকটের মাঝেও কর্মব্যস্ত মোংলা বন্দর। যদিও মহামারির কারণে জাহাজ ভিড়ছে কম। তবে প্রতিদিন পণ্য ওঠানামাসহ বন্দরের অন্যান্য কার্যক্রম চলছে নিয়ম অনুযায়ী।

কর্তৃপক্ষ বলছে, সব কিছু ঠিক থাকলে এবার একশ’ ২০ কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, চলতি অর্থবছরের ৯ জুন পর্যন্ত বন্দরে ভিড়েছে সাড়ে ৮ শতাধিক জাহাজ। এদিকে করোনা দুর্যোগ না থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারতো বলে জানান মোংলা বন্দরের হারবার মাস্টার ফখর উদ্দিন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, চলতি অর্থ বছরের ১১ মাসে, তিনশ’ কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে মুনাফা ১০৫ কোটি টাকা। এবছর করোনা পরিস্থিতির মধ্যেও ১২০ কোটি টাকা আয়ের আশা রয়েছে।

গেল কয়েক বছরে বেড়েছে বন্দরের সুযোগ সুবিধা ও সক্ষমতা। এতে আমদানি রফতানি বাণিজ্য গতিশীল হয়েছে বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। তবে আরও কিছু আধুনিক সরঞ্জামাদির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। এছাড়া গেল অর্থবছরে ১৩৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছিলো মোংলা বন্দরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply