টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু

|

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক তারের সাথে লেগে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্ডাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্য হাতি বৈদ্যুতিক তারের স্পর্শে মারা যায়। এসময় বৈদ্যুতিক তারের সাথে হাতিটির শুঁড় আটকে যায়।

টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান জানান, পাহাড়ের পাদদেশে গড়ে উঠা গ্রামটিতে খুব নীচ দিয়ে বৈদ্যুতিক তার রয়েছে। আমরা মেপে দেখেছি ঘটনাস্থলের মাটি থেকে বৈদ্যুতিক তারের উচ্চতা ৭ ফিট ৯ ইঞ্চি। ফলে রাতের বেলা হাতিটি খাবারের সন্ধানে এসে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।

বন্যপ্রাণী গবেষক শীতল কুমার নাথ বলেন, ৪৫ থেকে ৫০ বছর বয়সী হাতিটি বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এছাড়া হাতিটির শরীরে অন্য কোন ধরনের আঘাতের চিহ্ন ছিল না।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ জানান, অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক লাইন নেয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply