জাতীয় পরিচয়পত্রে ‘তৃতীয় লিঙ্গ’ অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের রাষ্ট্রীয় স্বীকৃতির চার বছর পর এ উদ্যোগ নেয়া হলো।
এ জন্য ভোটার তালিকা আইন-২০০৯ ও ভোটার তালিকা বিধিমালা-২০১২ তে সংশোধনী আনা হবে বলে জনিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
ভোটারদের তথ্য সংগ্রহে নিবন্ধন ফরমের ১৭ নম্বর ক্রমিকে ‘লিঙ্গ পরিচয়’ ছকে এ ‘তৃতীয় লিঙ্গ’ যোগ করা হবে। বর্তমানে ১০ কোটিরও বেশি ভোটার রয়েছে। এতদিন হিজড়ারা ভোটার হতে পারলেও তারা নারী বা পুরুষ ঐচ্ছিক পরিচয়ে ভোটার হতেন।
২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করা হয়।
Leave a reply