মামলায় কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ‘নিগ্রো’ উল্লেখ করা যাবে না বলে নির্দেশ দিল ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। এছাড়া যে সব জায়গায় এই শব্দ ইল্রেখ রয়েছে তা সব বদলে ফেলতে হবে বলেও নির্দেশ দেয়া হয়।
বলা হয়, এ রকম বর্ণবৈষম্যমূলক কোনও শব্দ ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশে এই নির্দেশ জারি করতে হবে। পঞ্জাব পুলিশকে রবিবার এমনই নির্দেশ দেয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
প্রসঙ্গত ওইদিন কৃষ্ণাঙ্গ প্রসঙ্গে একটি মামলা ওঠে আদালতে। বিচারপতি রাজীব নারায়ণ তখন পাঞ্জাব পুলিশকে নির্দেশ দেন এ ধরনের বর্ণবৈষম্যমূলক কোনও শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে পুলিশকে। কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ‘নিগ্রো’ বললে বর্ণবৈষম্যকে প্রশ্রয় দেওয়া হয়। যা দেশের পক্ষে লজ্জাজনক একটা বিষয়।
বিচারপতি রাজীব নারায়ণ আরও বলেন, ‘কোন পুলিশ সদস্য যদি এ ধরনের বর্ণবৈষম্যমূলক বিষয়কে প্রশ্রয় দেন, তা হলে তাঁর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করতে হবে। অনেক ক্ষেত্রে এমনটাই ধারণা করে, কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের বেশির ভাগই মাদক পাচারকারী। এটা ঠিক নয়। এই ধরনের চিন্তাভাবনা খুবই বিপজ্জনক।’
Leave a reply