একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

|

সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বহু প্রতিভাসম্পন্ন সাংবাদিক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ছিলেন।

বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতার জীবন শুরু করেন। ১৯৬৪ সালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদে কাজ করার পর ১৯৬৫ সালে মুসাফিরখ্যাত তফাজ্জল হােসেন মানিক মিয়ার আহ্বানে দৈনিক ইত্তেফাকে যােগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৩৫ সালে ব্রাহ্মবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণকারী এই কৃতি সাংবাদিক দৈনিক ইত্তেফাকে ‘ঘরে-বাইরে’ শিরােনামে কলাম লিখতেন সন্ধানী ছদ্মনামে। এ উপলক্ষ্যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জিয়ারত, মরহুমের বাসভবনে কোরআনপাঠ, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণের আয়ােজন করা হয়েছে এবং সকলের নিকট তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করতে অনুরােধ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply