ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিধাবিভক্তির ভেতরে আজ রোববার অনুষ্ঠিত হয়েছে সিনেট অধিবেশন।
করোনা মহামারি বিবেচনায় রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন বসে। সিনেটের চেয়ারম্যান ও ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
ভিসির বিরুদ্ধে একক সিদ্ধান্তের অভিযোগ এনে অধিবেশন বর্জন করেছেন দুই প্রোভিসি। অন্যদিকে করোনায় বাজেট প্রণয়নে অপারগতা প্রকাশ করে ছুটিতে কোষাধ্যক্ষ।
এদিকে, আজকের সিনেট অধিবেশনে তিনজন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন। শিক্ষক ক্যাটেগরিতে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেজিস্ট্রার গ্রাজুয়েট ক্যাটেগরিতে এস এম বাহালুল মজনুন চুন্নু এবং বিশিষ্ট নাগরিক হিসেবে অধ্যাপক শাসসুজ্জামান খান।
এছাড়া ফিন্যান্স কমিটির (এফসি) সদস্য হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। আগামী ২৩ জুলাই ফের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বাজেট উত্থাপন করা হবে।
Leave a reply