ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২১ জন মৃত্যুবরণ করলেন; সবমিলিয়ে সাড়ে ৯ হাজারের বেশি প্রাণহানি। দেশটিতে একদিনে শনাক্ত ১১ হাজারের বেশি রোগী।
এরমধ্যে রাজধানী নয়াদিল্লিতে একদিনে রেকর্ড ৫৬ জনের মৃত্যু হলো। তৃতীয় দিনের মতো বহাল ২ হাজারের ওপরে রোগী শনাক্ত। দিল্লিতেইএখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০০ এর বেশি।
অবশ্য দ্রুতহারে সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে এগিয়ে বাণিজ্যিক নগরী মহারাষ্ট্র। রাজ্যটিতে এক লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত। ৪ হাজারের কাছাকাছি মৃত্যু।
এ সবকিছুর মাঝে সীমিত আকারে চালু হলো অভ্যন্তরীন ট্রেন চলাচল। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে মৃত্যুহার কম হলেও ৪২ হাজারের বেশি আক্রান্ত। দেশটিতে ৩ লাখ ৩৩ হাজার ছাড়ালো সংক্রমণের সংখ্যা।
Leave a reply