চলতি নভেম্বরে বিয়ের কথা ছিল সুশান্তের

|

চলতি নভেম্বরে বিয়ের কথা ছিল সুশান্তের

চলতি বছরের নভেম্বরে বিয়ের কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। বিয়ের ২ মাস আগেই মুম্বাইতে হাজির হওয়ার কথা ছিল তার পরিবারের। জি নিউজের এক সাক্ষাৎকারে এমনই কথা জানান সুশান্ত সিং রাজপুতের কাজিন।

অভিনেতার দাদা আরও বলেন, চলতি বছরের নভেম্বর মাসেই সুশান্ত সিংয়ের বিয়ে করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল সুশান্তের, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতার দাদা।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুত লিভ ইন করছেন বলে বেশ কিছুদিন ধরে খবর ছড়ায়। এমনকী রিয়ার সঙ্গে সুশান্ত ইউরোপে বেড়াতেও যান। সেই ছবি সংবাদমাধ্যমের হাতে আসে। তবে রিয়া এবং সুশান্ত একে অপরের ভাল বন্ধু বলে বার বার দাবি করেন অনেকেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply