বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে ফ্রান্সের স্বাস্থ্যকর্মীরা

|

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে ফ্রান্সের স্বাস্থ্যকর্মীরা

উন্নত কর্মপরিবেশ ও বেতন বৃদ্ধির দাবিতে তীব্র আন্দোলনে অংশ নেয় ফ্রান্সের স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার প্যারিসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন চিকিৎসক,প্যারামেডিকস, নার্সসহ হাজারো স্বাস্থ্যকর্মী।

পুলিশের দাবি, গাড়ি উল্টে দেয়াসহ তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে অনেকে। একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সহিংসতার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজনকে।

তবে মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যখাত শক্তিশালী করতে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট।গবেষণা ও ওষুধ উৎপাদনে ২শ’ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফির সাথে যৌথ পরিকল্পনার কথাও জানান। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ৬১০ মিলিয়ন ইউরো বিনিয়োগের কথা জানায় সানোফি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply