টানা তিন ড্রয়ের পর বড় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের

|

টানা তিন ড্রয়ের পর বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জো ফ্লিক্সের জোড়া গোল করার ম্যাচে ৫-০ গোলে ওসাসুনাকে উড়িয়ে দিয়েছে সিমিওনির দল।

অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ লিড নিতে সময় নেয় ২৭ মিনিট। পর্তুগিজ ফরোয়ার্ড জো ফ্লিক্স গোল করেন অ্যাটলেটিকোর হয়ে। সিমিওনি শীষ্যদের গোল উৎসব শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফ্লিক্স। ৭৯ মিনিটে ওসাসুনার জালে তৃতীয়বার বল জড়ান মিডফিল্ডার লরেন্তে। ৩ মিনিট পর আলভারো মোরাতার কল্যাণে চতুর্থ গোল পায় অ্যাটলেটিকো। আর ৮৮ মিনিটে ইয়ানিক কারাসকো পঞ্চম গোল করলে বড় জয়ে মাঠ ছাড়ে সিমিওনি শীষ্যরা।

এই জয়ে টেবিল ছয় নম্বর থেকে চারে উঠে এলো মাদ্রিদের ক্লাবটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply