করোনা চিকিৎসায় ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’র গবেষণা স্থগিত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

করোনাভাইরাস চিকিৎসায় ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’র গবেষণা স্থগিত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে ডব্লিওএইচও এ সিদ্ধান্ত জানায়।

ওষুধটি সাধারণত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। সতর্কতার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে এটির পরীক্ষামূলক সেবন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সংস্থাটি বলছে, সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে ওষুধটি কোভিড আক্রান্ত রোগীদের হৃদরোগ এবং মৃত্যুঝুঁকি বাড়ায়। স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট বারবারই ওষুধটির প্রচারণা চালিয়েছিলেন। বলেছিলেন, নিজেও সেবন করেছেন ওষুধটি।

সম্প্রতি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট জানায়, করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করলে তা কোন কাজে তো আসেই না, উল্টো রোগীর মৃত্যুঝুঁকি বাড়ায়। ম্যালেরিয়া, লিউপাস বা আর্থ্রারাইটিসের মতো উপসর্গের ক্ষেত্রে ওষুধটি কার্যকর। কিন্তু, কোভিড নাইনটিনের ক্ষেত্রেও যে সফল- এমন কোন প্রমাণ মেলেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply