করোনার প্রতিষেধক হিসেবে ১১টি ওষুধের হিউম্যান ট্রায়াল চলছে

|

করোনার প্রতিষেধক পরীক্ষার অংশ হিসেবে বিভিন্ন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ১১টি ওষুধের হিউম্যান ট্রায়াল চলছে। এ তালিকায় সবশেষ সংযোজন জার্মান বায়োটেক কিওরভ্যাকের ভ্যাকসিন।

জার্মানিতে করোনার প্রতিষেধকের দ্বিতীয় হিউম্যান ট্রায়াল এটি। এর আওতায় দেড় শতাধিক জার্মান ও বেলজিয়ান স্বেচ্ছাসেবককে বিভিন্ন ডোজে টিকা দেয়া হবে। প্রথম ধাপের হিউম্যান ট্রায়াল সফল হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শুরু হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা। সব ঠিক থাকলে ২০২১ সালের মাঝামাঝিতে মিলতে পারে চূড়ান্ত অনুমোদন।

হিউম্যান ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে থাকা মডার্না, ফাইজার, বায়ো-এন-টেকের মতোই, RNA’র মাধ্যমে মানবদেহে কোভিড নাইনটিনের সংক্রমণ ঠেকানোর প্রযুক্তি ব্যবহার করছে কিওরভ্যাক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply