গত ১১ বছর ধরে বিএনপি কোন বাজেটের প্রশংসা করতে পারেনি। কিন্তু সকল বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে বলেই জিডিপির আকার তিন গুণ বেড়েছে।
মন্ত্রী বলেন; করোনায় চাকরিচ্যুত সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন বেতন পাচ্ছেন না এমন সাংবাদিকরাও এই সহায়তা পাবেন। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
Leave a reply