স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:
নেত্রকোণায় লকডাউনে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার দায়ে দুই প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। প্রতারণার দায়ে আটককৃত মোবারকের বাড়ি নেত্রকোণার পূর্বধলায় ও আরাফাত রব্বানির বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।
প্রতারকদের কাছ থেকে একটি মোটর সাইকেল, পুলিশের হ্যান্ডকাপ, রিফ্লেক্টিং ভেল্ট ও মোবাইল সেটসহ পুলিশের গুরুত্বপূর্ণ উপকরণ উদ্ধার করে ডিবি পুলিশ।
নেত্রকোণা ডিবি পুলিশের ইন্সপেক্টর শাহনূর এ আলম জানান, করোনা মহামারিতে লকডাউন সময়ে নেত্রকোণা সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় সন্ধ্যার পর বের হয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামাঞ্চলের দোকান ও পথচারীর কাছ থেকে জোরপূর্বক মোবাইল ও নগদ টাকা নিয়ে যেত তারা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের নেত্রকোণা ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হাসান (১৭ জুন) রাতে তার ফোর্সসহ অভিযান চালিয়ে নেত্রকোণা পৌরসভার মোড় ও সাতপাই নদীর পাড় এলাকা থেকে দুই প্রতারক মোবারক ও আরাফাতকে আটক করে।
নেত্রকোণা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক আহাম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন। ১৮ জুন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
ইউএইস/
Leave a reply