রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। গত মাসে যেখানে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল মাত্র ১০১ জন, সেখানে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ তে। খবর বিবিসি।
রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক তদারক সংস্থা রসড্রাভনাডজরের প্রধান আলা সামোইলোভা বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা প্রায় ৫০০ জন সহকর্মীকে হারিয়েছি, যাদের সংখ্যা ৪৮৯ জন। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিতে না পারা এর অন্যতম কারণ।
সংক্রমণের সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। এ পর্যন্ত ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৬০ জন বলে জানানো হয়েছে।
টিবিজেড/
Leave a reply