আবু দাবির পক্ষ থেকে চাপ অব্যাহত থাকলে আত্মহত্যার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আটক কাতারি রাজপরিবারের সদস্য শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
শেখ আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সৌদি আরব ও আরব আমিরাত উপসাগরীয় সংকটকে কাতারের রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ বাজেয়াপ্তের সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
এর আগে গত সপ্তাহে আমিরাত সফরে যাওয়ার পর ইচ্ছার বিরুদ্ধে তাকে আটক করার অভিযোগ করেছিলেন কাতারি রাজপরিবারের গুরুত্বপূর্ণ এই সদস্য। ইউটিউবে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেছিলেন। যদিও আমিরাত সরকার এমন অভিযোগ অস্বীকার করেছে।
শেখ আব্দুল্লাহ সৌদি আরব ও আবু দাবির ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। গত বছর জুন মাসে কাতারের সাথে উপসাগরীয় অন্য দেশগুলোর বিরোধ সৃষ্টির পর আব্দুল্লাহর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলো সৌদি কর্তৃপক্ষ। এমনকি তাকে রিয়াদে ডেকে নিয়ে বৈঠকও করেছিলেন বাদশাহ সালমান।
Leave a reply