লালমনিরহাট প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের ভাটিতে থাকা চার উপজেলার ১৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে তলিয়ে গেছে ধান, ভুট্টা, বাদাম, সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত।
এদিকে, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সকাল ৬টা থেকে ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সকাল ৯টায় পানি কিছুটা কমে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রনের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। শনিবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়েছে।
Leave a reply