কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে ইরাকে তুর্কি স্পেশাল ফোর্স মোতায়ন

|

কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে এবার উত্তর ইরাকে তুর্কি স্পেশাল ফোর্স মোতায়ন করলো তুরস্ক। বাগদাদের আপত্তি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেয় আংকারা। খবর পার্স টুডে’র।

গত বুধবার (১৭ জুন) তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়, “অপারেশন ক্ল-টাইগার শুরু হয়েছে। আমাদের স্পেশাল ফোর্সের বীরেরা ইরাকের ১৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে।”

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কমান্ডো এ ফোর্সকে আকাশ থেকে জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন সহায়তা দেবে। স্পেশাল ফোর্স মোতায়েনের আগে ইরাকের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করা হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির পুলিশ স্টেশন এবং ঘাঁটিগুলোর ওপর পিকেকে গেরিলাদের সাম্প্রতিক হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অভিযান শুরু করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply