করোনায় যুগ্ম সচিব জাফর আহম্মদের মৃত্যু; পরিকল্পনামন্ত্রীর শোক

|

জাফর আহম্মদ খান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্ম সচিব) এবং বিসিএস নবম ব্যাচের (পরিসংখ্যান) ক্যাডার জাফর আহম্মদ খান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

তার সহকর্মীসূত্রে জানা গেছে, জাফর আহম্মদ খান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি বরিশালে। সেখানেই তাকে দাফন করা হবে।

এদিকে, যুগ্ম সচিব জাফর আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply