গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা করে পাবেন সংসদ সদস্যরা

|

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা করে পাবেন সংসদ সদস্যরা। প্রতি বছর ৫ কোটি করে আগামি ৪ বছরে নিজের নির্বাচনী এলাকায় তারা এ টাকায় প্রকল্প বরাদ্দ করতে পারবেন।

এ সংক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনার মাঝে উন্নয়ন কাজ কিছুটা ব্যাহত হলেও, ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে সরকার। পরে সভায়, ৯ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনামন্ত্রী জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩য় দফায় বরাদ্দ পেলেন এমপিরা। প্রকল্পের আওতায়, উপজেলায় তৈরি হবে ৩০৫ কিলোমিটার সড়ক। গ্রামের রাস্তা উন্নয়ন হবে ৫ হাজার কিলোমিটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply