দলীয় সরকারই নির্বাচনকালীন সরকার কিনা- তা প্রধানমন্ত্রী স্পষ্ট না করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যথাসময়েই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিবে বিএনপি।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস এসোসিয়েশান অব বাংলাদেশ-ড্যাব এর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার চায় বিএনপি। সুষ্ঠু ভোট হলে ভরাডুবির শঙ্কায় নিরপেক্ষ নির্বাচন চায় না আওয়ামী লীগ।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারের নতুন কোন ভাবনা থাকলে সেটিকে স্বাগত জানাবে বিএনপি। তা নিয়ে আলাপ আলোচনার প্রয়োজনীয়তার কথাও বলেন মওদুদ আহমদ। বিএনপি নির্বাচনের মাঠে নামলে দেশের রাজনীতির চিত্র বদলে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
Leave a reply