করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু দেখলো ভারত। রোববার মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২৬ জনের, ২৪ ঘণ্টার হিসেবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি ১৪ হাজার ছুঁইছুঁই।
এদিন দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ১৫ হাজারের মতো। ফলে ৬৮ লাখের বেশি নমুনা পরীক্ষায় মোট পজেটিভ ৪ লাখ ২৬ হাজার মানুষ।
এদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যটিতে সংক্রমণ ১ লাখ ৩২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।
ফেব্রুয়ারিতে ভারতে প্রথম রোগী শনাক্তের পর ১০৯ দিনে লাখ ছুঁয়েছিলো আক্রান্তের সংখ্যা। আর এখন প্রতি সপ্তাহে শনাক্ত হচ্ছেন এক লাখের বেশি নতুন রোগী। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন আড়াই লাখের মতো মানুষ।
Leave a reply