মাথায় ও মুখে মৌমাছি নিয়ে বসে থেকে গিনেস বুকে রেকর্ড করলেন ভারতের কেরালার এক যুবক। নেচার এমএস নামে ওই তরুণ ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস মৌমাছি নিয়ে বসে থাকায় এই রেকর্ড করেন। পুরো মুখ আর মাথা মৌমাছিতে ডেকে ছিলো তখন। এর আগেও মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই তরুণ।
জানা যায়, এমএসের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপ্ত মধু চাষী। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশল রপ্ত করেছে এই তরুণ। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এমএস বলেন, “মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।”
অনায়াসে ৬০ হাজার মৌমাছিকে মাথায় ও মুখে বসিয়ে রাখতে পারে নেচার এমএস।
টিবিজেড/
Leave a reply