করোনাভাইরাস বা কোভিড শনাক্তকরণ পরীক্ষার নামে অবৈধভাবে অর্থ সংগ্রহ ও জাল রিপোর্ট সরবরাহের সাথে জড়িত প্রতারণা চক্রের ৬ জনকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
দুপুরে বিজয় স্মরণী, উত্তরা ও গুলশানে অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রজেক্টে কাজ করতেন। প্রজেক্টের হটলাইন নাম্বার থেকে কৌশলে গ্রাহক সংগ্রহ করতেন বলে জানায় তেজগাঁও থানা পুলিশ।
পরে অর্থের বিনিময়ে অসুস্থ ব্যক্তিদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতো এবং পরে তা ফেলে দিতো। পরবর্তীতে মিথ্যা রিপোর্ট তৈরি করে ইমেইলে রোগীর কাছে পাঠানো হতো।
অভিযানে ৮টি পিপিই, ৩ হাজার ৫০টি স্যাম্পল কালেকশন স্টিক, কম্পিউটার, নগদ অর্থসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
Leave a reply