টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছে আরও তিনজন।
আজ দুপুর ২টায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি যাওয়ার সময় এলেঙ্গায় বিরতি রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির আরোহী দুই নারীর মৃত্যু হয়। এসময় সিএনজি চালকসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার গোবিন্দচর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তার (২০) ও একই গ্রামের মৃত আঃ হালিমের স্ত্রী উমেছা বেগম (৬০)। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a reply