জ্যাক মা-কে পিছনে ফেলে চীনের শীর্ষ ধনী পনি মা

|

ছবি: পনি মা ও জ্যাক মা

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে পিছনে ফেলে চীনের শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেয়েছেন দেশটির বৃহত্তম গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের পনি মা। প্রতিষ্ঠানটিতে তার ৭ শতাংশ শেয়ার রয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি ডলারের। জ্যাক মার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি ডলারের।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে কর্মক্ষেত্রের ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়ওয়ায় চীনে ধনীদের তালিকায় প্রযুক্তি টাইকুনদের আধিপত্য দেখা গেছে। শীর্ষ পাঁচজন ধনীর মধ্যে চারজনই প্রযুক্তি প্রতিষ্ঠানের।

২০১৮ সালে চীনে নতুন গেমের অনুমোদন বন্ধ হলে টেনসেন্ট বেশ পিছিয়ে গিয়েছিল। এরপর প্রতিষ্ঠানটি অনলাইন গেম জোরদার করায় শেয়ারের দাম দ্বিগুণ হয়েছে।

ব্লুমবার্গ ইনটেলিজেন্সের বিশ্লেষক ভে-সার্ন লিং বলেছেন, টেনসেন্টের অনলাইন গেম বিভাগ কোভিড-১৯-এর সময় দারুণ পারফর্ম করেছে।

পনি মা শেনঝেন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেছেন। ১৯৯০ সালে চারজন উদ্যোক্তাকে নিয়ে টেনসেন্ট প্রতিষ্ঠা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply