কক্সবাজার প্রতিনিধি:
মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশলে মাদক পাচার অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী মহেশখালী উপজেলার শামলাপুর ইউনিয়নের বারইয়া পাড়া এলাকার অলি আহমদের ছেলে রিয়াজ উদ্দিন (৩১)।
কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় শুকনো মরিচের বস্তায় লুকিয়ে ইয়াবাগুলো পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a reply