প্রোফাইল পিকচারে শ্রাবন্তীর ছবি। ডেসক্রিপশনে লেখা শ্রাবন্তী ফ্যান ক্লাব। নীচে ইংরেজিতে স্পষ্ট ভাবে বলা, ‘প্রমোশনের জন্য ডাইরেক্ট মেসেজ করুন।’ অথচ এসব বিষয়ে কিছুই জানেন না এ অভিনেত্রী। শুধুই কি ছবি আর নাম? এই পেইজ ব্যবহার করে সরাসরি চাওয়া হচ্ছে টাকা! দেয়া হচ্ছে কাজ পাইয়ে দেয়ার মিথ্যে প্রতিশ্রুতিও! খবর আনন্দবাজার পত্রিকার।
এ রকমই এক ভুয়া পেইজ নিয়ে রীতিমতো বিরক্ত শ্রাবন্তী। ইতোমধ্যেই সেই পেইজের স্ক্রিনশট শেয়ার করে সাবধান করেছেন তিনি।
বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ জানাবেন বলে জানান শ্রাবন্তী। বলেন, সেলিব্রেটিদের নাম ব্যবহার করে ভুয়া পেইজ ও প্রোফাইল বানানো নতুন কিছু নয়। এর আগে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল।
Leave a reply