জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা করা হয়েছে। এতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান নিহত হয়েছেন। এছাড়া সড়কে থাকা ১২ বছরের এক কিশোরও নিহত হয়েছে বলে খবর জানায় এনডিটিভি।
শুক্রবার দুপুর ১২টার দিকে জম্মু-কাশ্মিরের অনন্তনাগে এ হামলা চালানো হয়।
খবরে বলা হয়, অনন্তনাগের বিজেহেরায় নিরাপত্তাকর্মীরা টহল দিচ্ছিলেন। সেই সময়ই কিছু বিদ্রোহী মোটরসাইকেলে করে এসে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে এক সিআরপিএফ সদস্য নিহত হন। এ সময় নিরাপত্তা কর্মীরাও পাল্টা হামলা চালালে হামলাকারীরা পালিয়ে যায়। ওই টহল বাহিনী মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ছিল। পাশাপাশি হামলার সময় ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে।
সিআরপিএফের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় সেনা জওয়ান ও কিশোর গুলিবিদ্ধ হওয়ার পর তাদের উদ্ধার করে বিজেহেরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ইউএইস/
Leave a reply