সুনামগঞ্জ প্রতিনিধি:
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। সুরমা নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ শহরের নদী তীরবর্তী নবীনগর, ষোলঘর, কাজিরয়েন্ট, উকিলপাড়া, উত্তর আরপিননগর, তেঘরিয়া, পশ্চিমবাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার অনেক সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
Leave a reply