সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে নির্যাতনের অভিযোগ বিএসএফ’র বিরুদ্ধে

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় ওই দুই গরু ব্যবসায়ীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার গরু ব্যবসায়ীরা হলেন, ঠাকুরপুর বাজারপাড়ার মৃত ইছাহাক আলীর ছেলে কদম আলী (৩৫) ও একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বাবু ওরফে কালু (৩০)। এরমধ্যে কদম আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে ঠাকুরপুর সীমান্তে ওই দুই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে বাংলাদেশের সীমানায় ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, আহত বাবু নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ঠাকুরপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর নেপথ্যে অন্য কোন ঘটনা আছে কি না তা তদন্ত করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply