বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের চেক বিতরণ

|

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপুরণের চেক বিতরণ

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জের লংগদু উপজেলার তিনটি ইউনিয়নের বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

ভাসান্যা আদম ইউনিয়ন, বগাচত্বর ইউনিয়ন ও গুলশাখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের পরিবারবর্গকে ক্ষতিপুরণের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আবদুস ছালেক প্রধান।

আজ সকালে উত্তর বনবিভাগের কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। এসময় ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর উপস্থিত ছিলেন। বন্য হাতির আক্রমণে নিহত ও আহত ৯ পরিবারের সদস্যদের মাঝে ৫ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় বন কর্মকর্তারা হাতি বা বন্য প্রাণী চলাচলের রাস্তায় বসতি স্থাপন না করার আহবান জানিয়ে বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ডুকে পড়ে বাড়ি ঘরে হামলা চালায়। বন্যপ্রাণীর চলাচল রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্তক থাকতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply