২৬ ঘণ্টা পর তীরে লঞ্চ ‘মর্নিং বার্ড’, আরও এক লাশ উদ্ধার

|

প্রায় ২৬ ঘণ্টা পর পানির নিচ থেকে তীরের কাছে আনা হয়েছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’কে। উদ্ধার হয়েছে আরও একজনের মৃতদেহ। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। এয়ারলিফটিং করে সকাল ১১টার দিকে, লঞ্চটিকে তীরের কাছাকাছি আনা হয়।

যেকোনো সময় পানির ওপরে ওঠানো হবে এটিকে। রাতভর কয়েক দফা চেষ্টার পরও নৌযানটি উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। তবে, দ্বিতীয় দিনের প্রচেষ্টায় আসে সাফল্য। উদ্ধারকারী জাহাজ আসতে না পারায় সনাতন পদ্ধতিতেই তোলা হচ্ছে লঞ্চটি।

এদিকে, মর্নিং বার্ডকে ধাক্কা দেয়া ‘ময়ূর-২’ লঞ্চের মালিক, মাস্টার, চালকসহ ৭ জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায়। এজাহারে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। গত রাতেই, ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার ৩২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সকালে সদরঘাটের উল্টো পাশে ডুবে যায় মর্নিং বার্ড।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply