উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রথম বুড়িগঙ্গা সেতু পোস্তাগোলা ব্রিজে এখনও যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজ পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগের বিশেষজ্ঞ দল।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের চালক ও দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই পোস্তাগোলা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সওজের বিশেষজ্ঞ টিম। সকালে সওজের অতিরিক্ত প্রকৌশলী সবুজ খানের নেতৃত্বে সাত সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ব্রিজটিতে যান চলাচলের বন্ধ করে দেয়া হয়। তবে হেঁটে চলাচলের সুযোগ রাখা হয়েছে।
ব্রিজের সংস্কারের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে আরও একটা বিশেষজ্ঞ দল গঠন করা হবে। দ্বিতীয় পরিদর্শক দলটি ব্রিজ পরিদর্শন করে সংস্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
গতকাল দুপুর দু’টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় পোস্তগোলা ব্রিজ। শুরুতে আংশিক ও পরে রাত সাড়ে আটটার দিকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
টিবিজেড/
Leave a reply