আবারও করোনায় রেকর্ড মৃত্যু দেখলো ভারত। প্রথমবারের মতো দেশটিতে একদিনে পাঁচ শতাধিক মানুষের প্রাণ গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৭ হাজারে।
মঙ্গলবার ১৮ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। ৮৬ লাখের বেশি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ লাখ ৮৬ হাজার মানুষের ফলাফল পজিটিভ এসেছে। এর মাঝে শুধু জুনেই সংক্রমিত হয়েছে চার লাখ মানুষ; আর মৃত্যু হয়েছে ১২ হাজার মানুষের। যা মোট সংক্রমণ ও প্রাণহানির প্রায় ৭০ শতাংশ।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে পৌনে দুই লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় আট হাজার মানুষের। যদিও শহরের হিসেবে মুম্বাইকে ছাড়িয়ে গেছে হটস্পট দিল্লি। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে তামিলনাড়ুতে। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে সাড়ে তিন লাখ মানুষ।
Leave a reply