ব্রেক্সিট নিয়ে গণভোট একটি ভুল: ম্যাকরন

|

ব্রেক্সিটের জন্য হ্যা-না ভোট ছিলো ব্রিটেনের একটি ভুল, বিবিসির এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এদিকে এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন গত সপ্তাহে ম্যাকরন ব্রিটেনে সফর করছেন এবং থেরেসা মে’র সাথে এব্যাপারে বৈঠক করেছেন।

ব্রিটেনের মতো ফ্রান্সও কি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য গণভোট করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, হয়তো হ্যা, কিন্তু আমি এই বাজি ধরতে চাই না। আমি নিশ্চয়ই সংগ্রাম করে জিততে চাই। আমি মনে করি জনগণকে কিভাবে সংকট সমাধান করা যায় তা জিজ্ঞেস না করেই হ্যা-না ভোটের আয়োজন করা একটি ভুল সিদ্ধান্ত। কেননা হ্যা-না ভোট করা মানে একধরনের ঝুঁকি নেয়া।

ইইউ থেকে ব্রিটিশ জনগণের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন এক গণভোট অনুষ্ঠিত হয়। ইইউতে যুক্তরাজ্যের থাকার বিপক্ষে ৫২ শতাংশ ও পক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে। 

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply