যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দেয়া হবে হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে

|

স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দা। বুধবার এক বিবৃতিতে এ আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পাসপোর্টধারী হংকংয়ের প্রায় সাড়ে তিন লাখ বাসিন্দাসহ আরও ২৬ লাখ মানুষ পাবে এই সুবিধা।

শুরুতে ৫ বছরের জন্য ব্রিটেনে বসবাসের সুযোগ পাবে তারা। এসময় চাকরি ও পড়াশোনার অধিকারও পাবেন। এরপর করতে পারবেন নাগরিকত্বের আবেদন। হংকং নিরাপত্তা আইনের জেরে এ পদক্ষেপের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবৃতিতে বলেন, এ আইনের মাধ্যমে লঙ্ঘন হচ্ছে অঞ্চলটির স্বায়ত্ত্বশাসনের অধিকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply