জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর

|

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হচ্ছে। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিণাইসহ অন্যান্য শাখা নদীর পানি। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্লাবিত হয়েছে মাদারগঞ্জের সিঁধূলী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। পানি ঢুকে পড়ছে সদরের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী নিচু এলাকাগুলোতেও। সবমিলিয়ে জেলার ৭ উপজেলার ৪৩ টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষেরর দিন কাটছে পানিবন্দী অবস্থায়। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট তীব্র সংকট।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য এখন পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলে অভিযোগ করছেন দুর্গতরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply