মারা গেছেন কোরিওগ্রাফার সরোজ খান

|

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ শুক্রবার মুম্বাইয়ের মালাডে এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

এরআগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ২০ জুন সরোজ খান হাসপাতালে ভর্তি হন। তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

উল্লেখ্য, চার দশকের বেশি সময় ধরে ২,০০০-র বেশি গানে কোরিওগ্রাফি করেছেন সরোজ। ‘দেবদাস’-এ ‘দোলা রে দোলা’, ‘তেজাব’-এর ‘এক দো তিন’,’জব উই মেট’-এর ‘ইয়ে ইশক হ্যা’-র মতো গানে কোরিওগ্রাফি করেছেন।

তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছেন এই শিল্পী। তবে দীর্ঘদিন তিনি বলিউডের সিনেমায় কাজ করেননি। ২০১৯-এ ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষ বারের মতো কোরিওগ্রাফি করেছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply