চরম দুর্ভোগে কুড়িগ্রামের বানভাসি মানুষ

|

চরম দুর্ভোগে কুড়িগ্রামের বানভাসী মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহের বন্যায় চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরে ফিরতে পারছে না বানভাসিরা। দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ জ্বালানি ও গো-খাদ্যের সংকট।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বন্যায় ৩টি পৌরসভাসহ ৫৫টি ইউনিয়নের ৩৫৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ৬২ হাজারের বেশি মানুষ। এছাড়া ক্ষতি হয়েছে ৭ হাজার ৩৩৪ হেক্টর জমির ফসল। বাঁধ ও রাস্তাসহ ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। সরকারিভাবে ত্রাণ তৎপরতা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানায়, বন্যার্তদের জন্য ৩০২ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণের জন্য ৩৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply