কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত কাশেম মহেখখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে একপর্যায়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a reply