শহীদ আফ্রিদি এখন করোনা মুক্ত

|

স্ত্রী ও দুই মেয়েসহ করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পুরোপুরি সুস্থ শহীদ আফ্রিদিসহ পরিবারের সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে আফ্রিদি জানিয়েছেন, নতুন করে করোনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে।

গত ১৩ জুন কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বৃহস্পতিবার সুস্থ হওয়ার খবর দিয়ে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি।

পাকিস্তানের ক্রিকেটে করোনা বেশ ভালোভাবেই হানা দিয়েছে। এরই মধ্যে জাফর সরফরাজ নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। আফ্রিদির আগে করোনার আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আরেক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার তৌফিক ওমর।

কিছুদিন আগে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ১০জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে ৬ জনের দ্বিতীয় দফায় ফল নেগেটিভ এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply