বিশ্বকাপ বিক্রি: ভিতরে সাঙ্গাকে জিজ্ঞাসাবাদ, বাইরে বিক্ষোভ

|

২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নাটকের শেষ নেই। প্রতিদিনই কাউকে না কাউকে ডাকা হচ্ছে তদন্তের জন্য। বৃহস্পতিবার দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিলো তখনকার দলটির অধিনায়ক কুমার সাঙ্গাকারার। যে ফাইনালে হেরে অবসরে চলে গিয়েছিলেন লংকান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ফাইনাল বিক্রির অভিযোগ নিয়ে তদন্তে এবার আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাঙ্গাকারাকে। এসময় দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ হয়েছে। ভিত্তিহীন অভিযোগে দেশের কিংবদন্তী ক্রিকেটারদের এমন জিজ্ঞাসাবাদের জন্য নিন্দা জানান তারা। জিজ্ঞাসাবাদ শেষে সাঙ্গা জানিয়েছেন, তদন্তের জন্য সকল সহযোগিতাই করবেন।

সাবেক এই অধিনায়ক বলেন, এমন অভিযোগ মেনে নেয়া খুবই কষ্টের। সেই ম্যাচের সকল বিস্তারিত তথ্য আমি তাদের দিয়েছি। আশা করি সঠিক তদন্ত হবে এবং মিথ্যা অভিযোগের জন্য শাস্তি হওয়া উচিত।

এর আগে গত মঙ্গলবার ছয় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ের নায়ক এবং দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান অরবিন্দ ডি’সিলভা এবং ২০১১ বিশ্বকাপে দলের ওপেনার উপুল থরাঙ্গাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply