১৫ই আগস্ট থেকে ভারতে পাওয়া যাবে করোনাভাইরাসের ভ্যাকসিন। কোভ্যাক্সিন নামে এই ওষুধ যৌথভাবে তৈরি করছে আইসিএমআর, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। খবর জি নিউজ।
৭ জুলাই থেকে মানব শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হবে, গোটা জুলাই মাস ধরে চলবে এর ক্লিনিকাল ট্রায়াল। এরপর ১৫ আগস্টে ভারতে পাওয়া যাবে কোভ্যাক্সিন এমনটা জানিয়েছে আইসিএমআর।
এরআগে গত ৩০ জুন করোনাভাইরাসের ভ্যাকসিন মানব দেহে পরীক্ষা চালানোর অনুমতি দেয়। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের জন্য শতাধিক ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে পুরো বিশ্বজুড়ে। এ পর্যন্ত ১২টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে।
Leave a reply